অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের প্রধানমন্ত্রী ,ক্ষমতা ছেড়ে দেবার জন্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আহ্বান জানিয়েছেন ।


Demonstrators against Syria's President Bashar al-Assad take part in a march after Friday prayers in Kafranbel near Adlb November 18, 2011. Picture taken November 18, 2011. REUTERS/Handout (SYRIA - Tags: POLITICS CIVIL UNREST) FOR EDITORIAL USE ONLY. NO
Demonstrators against Syria's President Bashar al-Assad take part in a march after Friday prayers in Kafranbel near Adlb November 18, 2011. Picture taken November 18, 2011. REUTERS/Handout (SYRIA - Tags: POLITICS CIVIL UNREST) FOR EDITORIAL USE ONLY. NO

সিরিয়ায় মৃতের হার ক্রমশ:ই বেড়ে চলেছে – প্রেসিডেণ্ট বাশার আল অসাদের ওপর পদত্যাগের জন্যে চাপও সেই সঙ্গে বেড়ে চলেছে । মঙ্গলবার মধ্যাঞ্চলবর্তী হোম্স অঞ্চলে দু’টি বাচ্চাসহ কম হলেও চার ব্যক্তি নিহত হয়েছে আরক্ষা বাহিনীর গুলির আঘাতে ।

ইতিমধ্যে , তুরস্কের প্রধানমন্ত্রী , সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছেড়ে দেবার জন্যে আহ্বান জানিয়েছেন ।

মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত ভাষনে রেজেপ তাইয়িপ এরদোয়ান বলেন – এক সময়কার ঘনিষ্ঠ মিত্র মি:আসাদের উচিত হবে আরো রক্তক্ষরনের আগেই নিজ জনগনের কল্যান কামনায় এবং এতদঞ্চলের স্বার্থেই ক্ষমতা ছেড়ে সরে দাঁড়ানো ।

ঐ অঞ্চলের শক্তিধর একটি দেশ তুরস্কের তরফ থেকে এই প্রথম সিরিয় নেতাকে পদত্যাগ করতে আহ্বান জানানো হলো । সরকার বিরোধি প্রতিবাদীদের ওপর সিরিয়ার নৃশংস অবদমন অভিযান নিয়ে আঙ্কারা নিরবচ্ছিন্নভাবেই বিরূপ সমালোচনা করে এসেছে ।

সৌদি আরবে হজ্ব সম্পন্ন করে ফিরছিলেন সিরিয়ার উত্তরাঞ্চলে এমনি একদল তুর্কি তীর্থযাত্রির বাস বহর নিশানা করে বন্দুকবাজেরা গুলি ছুঁড়লে পর দেশ দুটির মধ্যেকার সম্পর্ক আরো বেশি রকম তিক্ততায় ভরে ওঠে । ঐ বন্দুক হামলায় দু’ই তুর্কি নাগরিক জখম হন ।

এদিকে , সোমবারেই আট মাস যাবত বিরোধি পক্ষিয় প্রতিবাদীদের ওপর অবদমনের কড়া সমালোচনা করে জাতিসংঘ সাধারন পরিষদের মানবাধিকার কমিটিতে উত্থাপিত খসড়া এক প্রস্তাবের ব্যাপারে জাতিসংঘে সিরিয়ার দূত কঠোর ভাষায় সমালোচনা করেন ।

XS
SM
MD
LG