অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় বিদ্রোহী বাহিনীর অত্যাচার উদ্বেগ জনক ভাবে বেড়েছে


সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আফ্রিন শহরে বিদ্রোহী বাহিনী অসামরিক লোকজনের উপরে অত্যাচার বাড়িয়েছে বলে অধিকার দলগুলো উদ্বেগ প্রকাশ করেছে। গত সপ্তাহে, মানসিক এবং দৈহিকভাবে প্রতিবন্ধী এক ১০ বছরের বালককে যে বিদ্রোহী দল অপহরণ করে নিয়ে যায় তাকে তারা হত্যা করেছে।

দশ হাজার ডালার মুক্তিপণ দিতে ব্যর্থ হলে ঐ বালকের বাবা এবং দাদাকে বিদ্রোহীরা হত্যা করেছে। তুরস্কের সামরিক বাহিনী এবং সিরিয়ার বিদ্রোহী বাহিনী সংগে মিলিত দলগুলো আফ্রিন শহরের নিয়ন্ত্রণ দখল করার পর থেকে এই ধরনের অত্যাচারের ঘটনা প্রায়ই ঘটছে।

অধিকার দলগুলো জানিয়েছে, ২০১৮ সালের মার্চ মাসে, ঐ অঞ্চলে প্রায় দু-মাস টানা সামরিক অভিযান চালানোরপর সেখান থেকে কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি কে হটিয়ে দেয়া হয়।আফ্রিনে তুরস্কের সামরিক বাহিনীসহ আরও অন্তত ডজন খানেক বিদ্রোহী দল রয়েছে।

XS
SM
MD
LG