অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ৫ জন নিহত


সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ৫ জন নিহত
সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে ৫ জন নিহত

সিরিয়ার নিরাপত্তা বাহিনী শুক্রবার দক্ষিণের একটি গ্রামে প্রতিবাদকারীদের উপর গুলিবর্ষণ করে। এতে অন্তত ৫ জন নিহত হয়। ওদিকে শরণার্থীরা সহিংসতা এড়ানোর লক্ষ্যে তুরষ্কে পালিয়ে যাচ্ছে। সিরিয়ার প্রায় ২০০০ নাগরিক সীমান্ত অতিক্রম করে তুরষ্কে গেছে। মানবাধিকার কর্মী ও প্রত্যক্ষদর্শীরা বলেছে শুক্রবার দামেস্কের বাইরে এক বিশাল সমাবেশে ৩ জন কে গুলি করে হত্যা করা হয়।

সক্রিয়কর্মী ও প্রত্যক্ষদর্শীরা বলেছে শুক্রবার দারা অঞ্চলে বুসরা আল হারির গ্রামে প্রায় এক হাজার মানুষ সমবেত হয় সরকার বিরোধী প্রতিবাদের জন্য। তারা বলেছে নিরাপত্তা বাহিনী একটি মোটোর যান থেকে প্রতিবাদকারীদের উপর গুলিবর্ষণ করে। সেখানে দুজন নিহত হয়। অবশ্য সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে বলা হয়েছে বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে গুলি করে হত্যা করে। কিন্তু তারা অসামরিক লোকজনের মৃত্যুর কথা কিছু উল্লেখ করেনি।

XS
SM
MD
LG