অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া আরব লীগ চুক্তি সই করলো ।


সিরিয়া আরব লীগ চুক্তি সই করলো ।
সিরিয়া আরব লীগ চুক্তি সই করলো ।

সিরিয়া আরব লীগের প্রনয়ন করা এক চুক্তিতে সই করেছে । সরকার , সরকার বিরোধি প্রতিবাদ-বিক্ষোভকারীদের ওপর আরক্ষা বাহিনীর আক্রমন অভিযান খতম করার প্রতিশ্রুতি পুরন করছে কিনা তা খতিয়ে দেখার জন্যে ঐ চুক্তিতে পর্যবেক্ষকদের দেশটিতে প্রবেশের সুযোগ দেবার কথা বলা রয়েছে ।

সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল মেকদাদ চুক্তিতে সই করেন সোমবারে মিশরের রাজধানী কায়রোতে ।

ন’ মাসের যে সহিংসতায় , জাতিসংঘের আনুমানিক হিসেবে কম হলেও পাঁচ হাজার লোকের মৃত্যু হয়েছে তারই প্রেক্ষাপটে কায়রোতে এখন এ চুক্তি সাক্ষরিত হলো আজ সোমবারে ।

শান্তি প্রস্তাব মেনে নিতে চাপ সৃষ্টির লক্ষে গত মাসে আরব লীগের পক্ষ থেকে সিরিয়ার সদস্যত্ব আপাতত: খারিজ করা হয় এবং দামেস্কের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করা হয় । সিরিয়া প্রস্তাবে কিছু কিছু রদবদল চেয়েছিলো – বলেছিলো , পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাবে তার স্বার্বভৌমত্ব ক্ষুন হতে পারে ।

সোমবারে চীন বলেছে – সিরিয়ায় সহিংসতার নিন্দে জানিয়ে জাতিসংঘে উত্থাপিত নতুন খসড়া প্রস্তাবের প্রতি তার সমর্থন রয়েছে ।

গত সপ্তাহে রাশিয়ার উত্থাপিত প্রস্তাবে সকল দলের পক্ষের সহিংসতার প্রতি ধিক্কার জানানো হয় – তবে বিধিনিষেধের কথাই তাতে বলা হযনি কেবল ।

XS
SM
MD
LG