অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া বিষয়ক আলোচনা নিষ্পত্তি ছাড়াই শেষ হয়েছে



আন্তর্জাতিক দূত লাখদার ব্রাহিমী শুক্রবার জেনিভায় আমেরিকা ও রাশিয়ার ঊর্দ্ধোতন কর্মকর্তাদের সংগে আলোচনা হয়। বিদ্রোহীরা গত কয়েক দিন ধরে লড়াইএর পর সিরিয়ার উত্তরাঞ্চলের সামরিক বাহিনীর প্রধান বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ দখলকরে নেওয়ার কয়েক ঘন্টা পর এই আলোচনা শুরু হ’ল।

জাতিসংঘ আরব লীগের বিশেষ দূত রাশিয়ার ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী বোগডানোভ এবং যুক্ররাষ্ট্রের ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী ইউলিয়াম বার্নস ইউরোপে জাতসংঘের দপ্তর সুইজার্ল্যান্ডে আলোচনা করেন। ঙ্কোন করম সমাধান ছাড়াই আলোচনা শেষ হয়েছে।

সিরিয়ান ওবজার্ভেটারী ফর হিউমন রাইটস বলছে শুক্রবার বিদ্রোহীরা তাফতানাজ বিমান ঘাটিটি দখল করে নেয়। তবে খবরের সবত্যতা নিরপেক্ষ ভাবে জাচাই করা সম্ভব নয় করণ সিরিয়া বিদেশী সাংবাদীকদের সে দেশে প্রবেশ করতে দেয় না ।

ওবজার্ভেটারী অনলাইনে একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে সেখানে ধোঁয়ার মধ্যেদিয়ে সেনাদের এলাকাটি ত্যাগ দেখা যাচ্ছে।

মুখপাত্র রামি আব্দুর রাহিম জানানা যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধী বিক্ষোভের ২২ মাসেবিদ্রোহীরা এই প্রথম কোনো বড় বিমান ঘাটির নিয়ন্ত্রণ দখল করল।
XS
SM
MD
LG