অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক বলেছে তারা কুর্দীদের সিরিয়ার আজাজ শহরের নিয়ন্ত্রণ নিতে দেবে না


Soldiers carry ammunition as Turkish artillery fire from the border near Kilis toward northern Syria, in Kilis, Turkey, Feb. 15, 2016.
Soldiers carry ammunition as Turkish artillery fire from the border near Kilis toward northern Syria, in Kilis, Turkey, Feb. 15, 2016.

তুর্কী প্রধানমন্ত্রী আহমেদ ডাভুটোলু সোমবার বলেছেন তার দেশ সিরিয়ান কুর্দী যোদ্ধাদের আজাজ শহরের নিয়ন্ত্রণ নিতে দেবেনা। শহরটি সীমান্তের মাত্র কয়েক কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দী গণ প্রতিরক্ষা ইউনিট (YPG)র যোদ্ধাদের উপর গোলা বর্ষণ করে এবং ডাভুটোলু সতর্ক করে দেন যে কুর্দীরা কাছাকাছি একটি বিমানঘাটি থেকে প্রত্যাহার না করলে তুর্কী বাহিনী ওই ঘাটিকে ব্যবহারের অযোগ্য করে তুলবে।

ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতিমালা প্রধান ফেডেরিকা মোঘেরিনি বলেছেন যে

সিরিয়ায় বর্তমানের পরিস্থিতি, আগে যে মতৈক্য হয়েছিলো তার সঙ্গে এক নয়। তিনি বলেন “কয়েকদিন আগে তুরস্ক সহ আমরা সকলে একসঙ্গে বসে সিদ্ধান্ত নেই বৈরিতা অবসানের জন্য কি পদক্ষেপ নেওয়া যায়।”

XS
SM
MD
LG