অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় জাপানী সাংবাদিক নিহত


সিরিয়ার বিদ্রোহি লড়াকূদের সঙ্গে সফর করছিলেন এমনি এক জাপানী সাংবাদিক গোলাগুলির মাঝখানে আটকিয়ে পড়েন এবং নিহত হয়েছেন । ওঁর সঙ্গে ছিলেন আল হুররার দু’ই টিভি সাংবাদিক , এখনো নিখোঁজ রয়েছেন তাঁরা ।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে – মাইকা ইয়ামা মোতো গুলিবিদ্ধ হন সোমবারদিন , যখন তিনি আলেপ্পোয় বিদ্রোহি লড়াকু দল ফ্রি সিরিয়ান আর্মির সঙ্গে যাচ্ছিলেন । টোকিওর জাপান প্রেসের সাংবাদিক তিনি ।
ইতিমধ্যে , যুক্তরাষ্ট্র সরকারের তহবিলে পরিচালিত আল হূররা টেলিভিশনের দু’ই সাংবাদিক আলেপ্পো থেকে খবরাখবর পাঠানোর সময় হয়তো বা সিরিয় বাহিনী তাঁদেরকে পাকড়াও করে সোমবার দিন ।
Reporters without borders-এর মূখপাত্র সোয়াযিগ ডোলেট ভয়েস অফ এ্যামেরিকাকে জানান – সিরিয়ার অভ্যুত্থান শুরুর পর থেকে নিয়ে পাঁচ বিদেশি সাংবাদিক এ পর্যন্ত নিহত হয়েছেন ।
এ্যাক্ট –
ইতিমধ্যে , লড়াই চলছে লাগাতার – মতাদর্শি সংগ্রামিরা বলছেন , সোমবার থেকে নিয়ে এ পর্যন্ত মারা গিয়েছে কমসে কম ১ শ’ ৪০ জন ।
XS
SM
MD
LG