যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। তিনি বলেন রাজনৈতিক পরিবর্তন আনার জন্য ওই নেতার উপর চাপ প্রয়োগ করার পন্থাগুলো বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহল কড়া নজর রাখছে বাশার আল আসাদের উপর। চার বছর ধরে সরকারী বাহিনী ও বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে গৃহযুদ্ধ চলছে। ওদিকে উত্তর ও পূর্বাঞ্চলে কথিত ইসলামিক স্টেটের চরমপন্থীরা হামলা চালিয়েছে। গৃহযুদ্ধ ও চরমপন্থীদের হামলায় হাজার হাজার সিরিয়ান নিহত, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা এবং দেশের অবকাঠামো ধ্বংস হয়েছে। রবিবার এখানকার সিবিএস টেলিভিশনে ফেস দ্য নেশন অনুষ্ঠানে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে জন কেরী বলেছেন শেষ পর্যন্ত আমাদের আলোচনা করতে হবে। সিরিয়ায় সংঘাত অবসানের লক্ষ্যে তিনি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে উৎসাহ দেন।