অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন-রাশিয়া,প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে বলেনি


রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ বলেছেন- রাশিয়া,সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে বলেনি এবং রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে এমোন কথাও তাঁকে বলেনি রাশিয়া।

জাতিসংঘ যখন কিনা সিরিয়া শান্তি আলোচনার নতুন এক প্রস্থের জন্যে প্রস্তুত হচ্ছে, যে আলোচনা কিনা শুক্রবার জেনিভায় শুরু হবে বলে জাতিসংঘের তরফে বলা হচ্ছে, ঠিক সেরকম এক সময়েই সের্গেই লাভরফের এ মন্তব্য শোনা গেলো এক সাংবাদিক অবহিতকরন সমাবেশে।নতুন প্রস্থের এ শান্তি আলোচনার লক্ষ হ’লো দেশটির যুদ্ধাবস্থার অবসান ঘটানো এবং নতুন একখানা সংবিধান রচনা ও নির্বাচন মিলিয়ে দেশটিতে রাজনৈতিক উত্তরণ ঘটানো।

রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin এ মাসের গোড়ার দিকে এক সাক্ষাৎকারে ইশারা-ইঙ্গিতে বলেইছিলেন- আসাদকে আশ্রয় দেওয়া কোনো ব্যাপারই নয়।

আজ মঙ্গলবার লাভরফ বললেন- আসাদের সমর্থনে রাশিয়ার চারমাস স্থায়ি বিমান অভিযান সিরিয়ায়, দৃশ্যপটের পরিবর্তন ঘটিয়েছে- প্রায় পাঁচ বছর যাবত সরকার যেখানে বিদ্রোহিদের বিরুদ্ধে লড়ে এসেছে এবং এই হালে লড়েছে ইসলামিক স্টেইট গ্রুপের বিরুদ্ধেও।

XS
SM
MD
LG