অ্যাকসেসিবিলিটি লিংক

দৌমা শহরে জাতিসংঘের নিরাপত্তা দল আক্রান্ত


화학무기금지기구 조사단을 태운 유엔 차량이 14일 시리아 다마스쿠스에 도착했다.
화학무기금지기구 조사단을 태운 유엔 차량이 14일 시리아 다마스쿠스에 도착했다.

জাতিসংঘের নিরাপত্তা দলটি সিরিয়ার দৌমা শহরে তথ্য অনুসন্ধানী কাজ শুরু করার প্রচেষ্টায় যখন রাসায়নিক অস্ত্র পরিদর্শকদের জন্য অপেক্ষা করছিলেন তখন তারা হাল্কা অস্ত্র আক্রমণের সম্মুখীন হন এবং একটি বিস্ফোরকও সেখানে ফাটানো হয়।

Organization for the Prohibition of Chemical Weapons এর প্রধান আহমেদ উসুমচু জানান যে সাইট নম্বর এক এ পৌঁছুনোর পর সেখানে প্রচুর লোক সমবেত হন এবং জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের পরামর্শ ছিল যে এই অনুসন্ধানী দলটি যেন ফিরে আসে। দু নম্বর সাইটে এই দলটির উপর হাল্কা অস্ত্র দিয়ে হামলা করা হয় এবং বিস্ফোরণ ঘটানো হয়। তিনি বলেন এই ঘটনা মঙ্গলবার ঘটে এবং অনুসন্ধানী দলটি দামেস্কে ফিরে যায়।

ভয়েস অফ আমেরিকাকে জাতিসংঘের একটি সুত্র জানায় যে জাতিসংঘের ঐ নিরাপত্তা দলের কোন সদস্যই ঐ ঘটনায় আহত হননি। সংগঠনটির প্রধান বলেন এখন আমরা জানিনা এই তথ্য অনুসন্ধানী দলটিকে দোমায় কোথায় মোতায়েন করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেন যে বিলম্বের কারণে প্রমাণ নষ্ট করে দেওয়া হতে পারে।

XS
SM
MD
LG