সিরিয়ায় বিরোধী সক্রিয়কর্মীরা বলেছে তারা অনুমান করছে যে আলেপ্পোর উত্তরাঞ্চলে, বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারি বাহিনী, শীঘ্রই ব্যাপক হামলা চালাবে।
বৃহস্পতিবার, সক্রিয়কর্মীরা সিরীয় নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে শহরের দক্ষিণাঞ্চলের উপকন্ঠে সরকার সৈন্য সমবেত করছে। ইতোমধ্যে গত কয়েকদিনে ওই শহরে বিদ্রোহীদের বিরুদ্ধে হেলিকপ্টার ও ট্যাংক বহর ব্যবহার করা হয়েছে।
এর আগে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান ওবজারভেটরী ফর হিউম্যান রাইটস বলেছে আলেপ্পোর বেশ কয়েকটি এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে। তাতে একটি মেয়ে নিহত হয় এবং আহত হয় অন্যান্য সাত জন।
তারা আরও বলেছে হামা এবং দীয়ের এল জোর প্রদেশেও সংঘর্ষ হয়।
বৃহস্পতিবার, সক্রিয়কর্মীরা সিরীয় নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে শহরের দক্ষিণাঞ্চলের উপকন্ঠে সরকার সৈন্য সমবেত করছে। ইতোমধ্যে গত কয়েকদিনে ওই শহরে বিদ্রোহীদের বিরুদ্ধে হেলিকপ্টার ও ট্যাংক বহর ব্যবহার করা হয়েছে।
এর আগে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান ওবজারভেটরী ফর হিউম্যান রাইটস বলেছে আলেপ্পোর বেশ কয়েকটি এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে। তাতে একটি মেয়ে নিহত হয় এবং আহত হয় অন্যান্য সাত জন।
তারা আরও বলেছে হামা এবং দীয়ের এল জোর প্রদেশেও সংঘর্ষ হয়।