সিরিয়ার সরকারী বাহিনী রাজধানী দামেষ্কে পুণরায় আক্রমণ আভিযান শুরু করেছে। আক্রমণে অন্ততঃ বারো জন নিহত হয়েছে।
বৃটেন ভিত্তিক সিরিয়ান ওবজার্ভেটরী ফর হিউম্যান রাইটস দল বুধবার ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে যে কেফের সৌসে, দারায়া এবং দক্ষিণাঞ্চলীয় শহরে বিদ্রোহীদের এলাকাগুলোতে বেশির ভাগ লোক নিহত হয়েছে।
এলাকাবাসীরা জানিয়েছে যে সামরিক বাহিনী বিদ্রোহীদের এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর সেখানে ভয়াবহ গোলা বর্ষণ এবং বিমান হামলা চালানো হয়।গত মাসে নৃশংস আক্রমণ আভিযান চালানোর পর বিদ্রোহীরা ঐসব এলাকা ছেড়ে চলে যাওয়ার পর ধীরে ধীরে তারা সেখানে ফিরতে শুরু করেছিল।
লেবাননের চিকিতসা সুত্র বুধবার জানিয়েছে যে ত্রিপলীর উত্তরাঞ্চলীয় শহরে সিরিয়ার সূন্নি মুসলমান এবং আলাউইত গোষ্ঠীর মধ্যে হিংসা হানাহানিতে অন্তত ৭ জন নিহত হয়েছে।