সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠিগুলি প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে উৎখাতের লক্ষে একটি ন্যাশনাল কাউন্সিল বা জাতীয় পরিষদ গঠনের কথা গৌষণা করেছে। তুরস্কের ইস্তাম্বুলে দ্বিতীয় দিনের বৈঠকে আজ এই ঘোষণা করা হলো।
বিরোধী নেতা বুরহান ঘালিউন আজ এই সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল গঠনের কথা ঘোষণা করেন।
তিনি বলেন এই পরিষদ সিরিয়ার ভেতরে আর বাইরে , আসাদ সরকারের শান্তিপূর্ণভাবে পতনের জন্যে সিরীয় জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে।
ঘালিউন বলেন যে এই পরিষদ সিরিয়ায় বিদেশি হস্তক্ষেপের বিরোধী। তবে তিনি সিরিয়ার অসামরিক লোকদের তার কথায় সরকারী যুদ্ধের হাত থেকে রক্ষার জন্যে আন্তর্জাতিক সুরক্ষার আবেদন করেছেন।
খোদ সিরিয়ায় , মধ্যাঞ্চলের শহর রাস্তানে সরকারী বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের পর এখন সেখানে শান্ত অবস্থা রয়েছে। খবরে বলা হচ্ছে সরকারী বাহিনী দামেস্ক থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের এই শহরটির নিয়ন্ত্রণ শনিবার আবার ও গ্রহণ করেছে , যখন ট্যাঙ্ক ও হেলিকপ্টারের সহায়তায় সিরীয় সৈন্যরা সেখানে প্রবেশ করে।
আসাদ সরকারের বিরুদ্ধে ছ মাসের এই প্রতিবাদে , জাতিসংঘের হিসেব মতো , কমপক্ষে ২৭০০ লোক প্রাণ হারিয়েছে।