অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার সংকট কবলিত প্রেসিডেন্ট মঙ্গলবার বলেন – জনগনের ইচ্ছেতেই তিনি গদী ছাড়বেন না


সিরিয়ার সংকট কবলিত প্রেসিডেন্ট মঙ্গলবার বলেন – জনগনের ইচ্ছেতেই তিনি গদী ছাড়বেন না
সিরিয়ার সংকট কবলিত প্রেসিডেন্ট মঙ্গলবার বলেন – জনগনের ইচ্ছেতেই তিনি গদী ছাড়বেন না

সিরিয়ার প্রেসিডেণ্ট বাশার আল আসাদ বলছেন – অসামরিক লোকজনের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ আরক্ষা বাহিনীকে দেওয়া হয়নি এবং দেশটিতে যে দশ মাস যাবত সরকার বিরোধি অভ্যুত্থান চলছে সেটাকে তিনি বিদেশি ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন ।

মঙ্গলবার রাজধানী দামেস্কে এক শ’ মিনিটের দীর্ঘ বক্তৃতায় মি:আসাদ বলেন সিরিয়ায় নিরাপত্তা ব্যবস্থা পূনর্স্থাপন এখন সবচেয়ে বড়ো অগ্রাধিকারের বিষয় এবং শক্ত হাতে সন্ত্রাসীদের কার্যকলাপের জবাব দেবার মধ্যেই সে লক্ষার্জনের তরিকা নিহিত রয়েছে ।

সিরিয়া সরকার মি:আসাদের ১১ বছর স্থায়ি শাসনের বিরূদ্ধে বিদ্রোহ পরিচালনার জন্যে সশস্ত্র সন্ত্রাসীদেরকে দায়ি করেছে ।

মার্চের গণভোটে নতুন একটি সংবিধানের ওপর ভোট দেবার সুযোগ জনগনকে দেওয়া হবে বলে প্রতিশ্রূতি ব্যক্ত করেন মি:আসাদ । ঐ গণভোটের পর পরই সংসদিয় নির্বাচন হবার কথা ।

মি:আসাদ বলেন – সিরিয়া সংকট বিষয়ে আরব লীগের তরফের কোনো নিস্পত্তির সম্ভাবনা তিনি নাকচ করছেন না – তবে দেশের স্বার্বভৌমত্বের বিষয়টি আরব লীগ খেয়ালে রাখবে বলে তিনি আশা করেন । সিরিয়া সরকার , সরকার বিরোধি প্রতিবাদীদের ওপর অবদমন বন্ধ করছে কিনা পরখ করার লক্ষে আরব লীগের পর্যবেক্ষকেরা যখন তাঁদের মিশন চালিয়ে যাচ্ছেন ঠিক সে সময়টাতেই বাশার আসাদের এ বক্তৃতা শোনা গেলো ।

XS
SM
MD
LG