শনিবার রাতে তাইওয়ানের রাজধানী তাইপের উপকন্ঠে এক ওয়াটার পার্কে অগ্নীকান্ডে ৫০০ বেশি মানুষ আহত হয়।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে সর্বমোট ১৯৪ জন গুরুতরো ভাবে আহত হয়। কিন্তু এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তারা বলেছে স্থানীয় তেতাল্লিশটি হাসপাতালে আহতদের ভর্তি করা হয়।
তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জিউ রবিবার আহতদের দেখতে যান। তিনি বলেন সরকার যথাসাধ্য করবে যাতে আহতদের ভাল চিকিৎসা হয় এবং কারা ওই ঘটনার জন্য দায়ী তার তদন্তের ব্যাপারে।
উৎসব চলাকালে প্রায় ১ হাজার ছেলে মেয়ে যখন গান শুনছিলো ও নাচছিলো তখন মঞ্চ থেকে তাদের উপর রঙিন পাউডার ছড়িয়ে দেওয়া হয় এবং তা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।