অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান এখন কাবুলে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষা


তালিবানরা রবিবার রাজধানী কাবুলে প্রবেশ করছে
তালিবানরা রবিবার রাজধানী কাবুলে প্রবেশ করছে


তালিবানরা রাজধানী কাবুলে প্রবেশ করেছে এবং জানায় তারা এখন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতীক্ষায়I তবে আগেকার খবরে জানানো হয় যে ,অবরুদ্ধ রাজধানী কাবুলের কর্মকর্তা এবং তালিবান উভয়েই বিদ্রোহীদের কাবুলে প্রবেশ করার কথা অস্বীকার করেছেI তবে অন্যান্য খবরে যেমন সরকারি কর্মকর্তা ও প্রতক্ষদর্শীরা জানান যে, তালিবানরা বিভিন্ন দিক দিয়ে কাবুলে প্রবেশ করছেI ভয়েস অব আমেরিকার আয়েশা তানজীম কাবুল থেকে জানান, তালিবানের শহরে প্রবেশের খবরে রাস্তায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছেI

কাবুলের রাস্তায় জনগণ বাড়িতে বা পরিবারের কাছে ফিরে যাওয়ার চেষ্টা চালালে এক অচল অবস্থার সৃষ্টি হয়, তবে পরিস্থিতি পরে স্বাভাবিক হয়ে আসে, তবে যানজট অব্যাহত থাকেI

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল সাতার মির্জাকাওয়াল ভিডিও বার্তায় বলেন, তালিবানের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবেI তিনি জানান, কাবুল হামলার মুখে নেই এবং থাকবেও নাI তিনি জনগণকে ষড়যন্ত্রে কান না দেয়ার অনুরোধ জানানI তিনি জানান, এক চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবেI

এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট আশরাফ গনি'র একজন শীর্ষ সহযোগী জনগণকে ভীতসন্ত্রস্ত না হওয়ার আবেদন জানানI আলোচনাকারী দলের একজন সদস্য দোহায় তালিবান প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেনI তালিবান মুখপাত্র টুইটার মারফত জানান, ইসলামী আমিরাত সকল তালিবান যোদ্ধাদের কাবুলের গেইটের কাছে অপেক্ষারত থাকতে এবং শহরে প্রবেশ না করার নির্দেশ দিয়েছেI

XS
SM
MD
LG