ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে । এই অনুষ্ঠানে বিশেষ্যের বা nouএর প্রকা্রভেদের উপর আলোকপাত করা হয়েছে । আজ আমরা শিল্প ও বিনোদন জগতের কিছু শব্দ নিয়ে কথা বলবো।
আহসান : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk 2 US ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আহসান : গত সপ্তায় আমরা এমন কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করেছিলাম যেগুল, আমন্ত্রণ –নিমন্ত্রণ ক্ষেত্রে ব্যবহার করা যায়। । মনে আছে তো শতরূপা ?
শতরূপা : হ্যাঁ মনে আছে। গত সপ্তায় আমরা যে সব শব্দ নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে Party, Reception, Wedding , Shower , Open House , Brunch .
আহসান : এর সঙ্গে বোধ হয় আরও কিছু শব্দ আমরা যোগ করতে পারি যেমন ধরো Dinner Party , কিংবা Engagement Party অথবা Get-Together
শতরূপা : Party’র ব্যাপারটা না হয় বুঝলাম কিন্তু ঐ যে বললেন Get-Together, সেটা ঠিক পরিস্কার হলো না।
আহসান: আসলে ঐ Get-Togetherও এক ধরণের পার্টিই, তবে বলতে পারো অনানুষ্ঠানিক কিংবা informal. আচ্ছা এই Get-Together, দিয়ে একটা বাক্য তৈরি করো তো।
শতরূপা : The graduates of my university are having a get-together next week.
আহসান: একদম ঠিক বাক্য হয়েছে। তবে আজ নজর দেবো এমন কিছু Noun এর দিকে যেগুলো বিভিন্ন রকমের রাস্তাকে বলা হয়।
শতরূপা : মানে রাস্তার নাম ?
আহসান: হ্যাঁ , রাস্তার নাম বলতে পারো , কিন্তু ঠিক Proper Noun নয়, Common Noun , যেমন Road .
শতরূপা : তার মানে এই Road যে কত প্রকার হয় সে নিয়েই কি আজকের পড়া?
আহসান: ঠিকই বলেছো । তা হলে আজকের প্রথম শব্দ হচ্ছে, avenue. বানানটি লক্ষ্য করো
a-v-e-n-u-e.
শতরূপা : এর মানেতো মনে হয় বড় রাস্তা।
আহসান: হ্যাঁ , শহরের ভেতরে বড় রাস্তা কিংবা প্রশস্ত রাস্তাকেই বলা হয় avenue. তা হলে শোনা যাক তোমার বাক্যটি ,
শতরূপা : Our office is located at Independence Avenue .
আহসান: হ্যাঁ , একদম ঠিক বলেছো। এবারের শব্দটি Beltway.
শতরূপা : শব্দটি প্রায়ই শুনি। এখানে 495 বলে যে একটা মহাসড়ক আছে সেটাকে Beltway বলা হয়। কিন্তু ঠিক কেন বলা হয় সেটা আমার কাছে পরিস্কার নয় ।
আহসান: শতরূপা , তুমি ঠিকই বলেছো। 495 কে Beltway বলা হয় । আসলে Beltway হলো এমন ধরণের মহাসড়ক যা একটি শহরকে অনেকটা বেল্ট এর মতোই ঘিরে রাখে এবং শহরের বা শহরতলীর সংগে বিভিন্ন স্থানে সংযুক্ত হয়।
শতরূপা : এই জায়গাগুলিকেই বোধ হয় exit বলে।
আহসান: একদম ঠিক বলেছো। তা হলে Beltway দিয়ে একটা বাক্য তৈরি করোতো
শতরূপা : Police caught the car driver who was speeding in the beltway.
আহসান : বাঃ , ঠিক বলেছো । এই যে তুমি মহাসড়ক বললে এটাকে ইংরেজিতে কি বলা হয় বলো তো ?
শতরূপা : Highway
আহসান: এর সঙ্গে আরও একটা শব্দ ব্যবহার করা হয় আর সেটা হলো Freeway . কোন কোন জায়গায় Highway এবং Freeway একই অর্থে ব্যবহার করা হয় আবার কোন কোন জায়গায় আলাদা অর্থে। এবার Highway শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করো তো।
শতরূপা : Pacific Coast Highway is one of the most scenic highways in the USA .
আহসান: বাঃ একদম ঠিক বলছো। পরের শব্দটি street.
শতরূপা : street মানেও তো রাস্তা । বোধ হয় বেশ সরু রাস্তা ।
আহসান: সরু রাস্তার চেয়ে ও বড় কথা হলো , ঐ street হচ্ছে এ রকম রাস্তা যার দু পাশে ঘর বাড়ি বা কোন রকম স্থাপনা আছে। এবার বাক্য তৈরি করোতো ।
শতরূপা : We went to the library at 18th Street .
আহসান: এবারের শব্দ Lane
শতরূপা : এটা ও তো মনে হয় খুবই সরু রাস্তা ?
আহসান: এটার একটা মানে হচ্ছে সরু রাস্তা বা গলি , বিশেষত বাংলাদেশে , ভারতে , দক্ষিণ এশিয়ার অন্যত্র । তবে Lane এর অন্য একটা মানে হলো বড় রাস্তায় গাড়ি চলাচলের জন্যে সুনির্দিষ্ট ভাবে এঁকে দেওয়া পথ। বিশেষত এ সব দেশে লেইন বলতে রাস্তার এই ঐ সুনির্দিষ্ট পথকে বোঝায় ।
শতরূপা : হ্যাঁ এবার মানেটা খুব পরিস্কার হলো।
আহসান: তা হলে শোনা যাক একটি বাক্য ।
শতরূপা: All vehicles should follow the designated lanes
আহসান: হ্যাঁ সব যানবাহনেরই উচিৎ হবে নির্দিষ্ট লেইন ধরেই চলাচল করা।
শতরূপা: বাংলাদেশেও তো বড় রাস্তাগুলোতে এ ধরণের লেইন আঁকা রয়েছে তবে অনেকেই সেটা অনুসরণ করে না।
আহসান: ঠিক বলেছো । সুনির্দিষ্ট লেইন ধরে গাড়ি চলাচল করলে , দূর্ঘটনার আশংকা অনেক কমে যায়।
আহসান : অনুষ্ঠানের সময়তো প্রায় শেষ হয়ে এলো । তবে ওঠার আগে একটা জরুরি কথা বলে রাখি । আমরা তো এতদিন বিভিন্ন ধরণের Noun সম্বন্ধে কথা বলেছি ; শিখেছি অনেকগুলো
শতরূপা : তবে যাবার আগে এটা ও জানিয়ে দিয়ে যাই যে আমাদের ইংরেজি শেখার এই অনুষ্ঠান Talk2US এর ভিডিও সংস্করণ ও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে
আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com
আহসানঃ তা হলে Talk 2 Us ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে
শতরূপা : আমি, শতরূপা বড়ুয়া
আহসান: এবং আহসানুল হক আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
আহসান : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk 2 US ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আহসান : গত সপ্তায় আমরা এমন কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করেছিলাম যেগুল, আমন্ত্রণ –নিমন্ত্রণ ক্ষেত্রে ব্যবহার করা যায়। । মনে আছে তো শতরূপা ?
শতরূপা : হ্যাঁ মনে আছে। গত সপ্তায় আমরা যে সব শব্দ নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে Party, Reception, Wedding , Shower , Open House , Brunch .
আহসান : এর সঙ্গে বোধ হয় আরও কিছু শব্দ আমরা যোগ করতে পারি যেমন ধরো Dinner Party , কিংবা Engagement Party অথবা Get-Together
শতরূপা : Party’র ব্যাপারটা না হয় বুঝলাম কিন্তু ঐ যে বললেন Get-Together, সেটা ঠিক পরিস্কার হলো না।
আহসান: আসলে ঐ Get-Togetherও এক ধরণের পার্টিই, তবে বলতে পারো অনানুষ্ঠানিক কিংবা informal. আচ্ছা এই Get-Together, দিয়ে একটা বাক্য তৈরি করো তো।
শতরূপা : The graduates of my university are having a get-together next week.
আহসান: একদম ঠিক বাক্য হয়েছে। তবে আজ নজর দেবো এমন কিছু Noun এর দিকে যেগুলো বিভিন্ন রকমের রাস্তাকে বলা হয়।
শতরূপা : মানে রাস্তার নাম ?
আহসান: হ্যাঁ , রাস্তার নাম বলতে পারো , কিন্তু ঠিক Proper Noun নয়, Common Noun , যেমন Road .
শতরূপা : তার মানে এই Road যে কত প্রকার হয় সে নিয়েই কি আজকের পড়া?
আহসান: ঠিকই বলেছো । তা হলে আজকের প্রথম শব্দ হচ্ছে, avenue. বানানটি লক্ষ্য করো
a-v-e-n-u-e.
শতরূপা : এর মানেতো মনে হয় বড় রাস্তা।
আহসান: হ্যাঁ , শহরের ভেতরে বড় রাস্তা কিংবা প্রশস্ত রাস্তাকেই বলা হয় avenue. তা হলে শোনা যাক তোমার বাক্যটি ,
শতরূপা : Our office is located at Independence Avenue .
আহসান: হ্যাঁ , একদম ঠিক বলেছো। এবারের শব্দটি Beltway.
শতরূপা : শব্দটি প্রায়ই শুনি। এখানে 495 বলে যে একটা মহাসড়ক আছে সেটাকে Beltway বলা হয়। কিন্তু ঠিক কেন বলা হয় সেটা আমার কাছে পরিস্কার নয় ।
আহসান: শতরূপা , তুমি ঠিকই বলেছো। 495 কে Beltway বলা হয় । আসলে Beltway হলো এমন ধরণের মহাসড়ক যা একটি শহরকে অনেকটা বেল্ট এর মতোই ঘিরে রাখে এবং শহরের বা শহরতলীর সংগে বিভিন্ন স্থানে সংযুক্ত হয়।
শতরূপা : এই জায়গাগুলিকেই বোধ হয় exit বলে।
আহসান: একদম ঠিক বলেছো। তা হলে Beltway দিয়ে একটা বাক্য তৈরি করোতো
শতরূপা : Police caught the car driver who was speeding in the beltway.
আহসান : বাঃ , ঠিক বলেছো । এই যে তুমি মহাসড়ক বললে এটাকে ইংরেজিতে কি বলা হয় বলো তো ?
শতরূপা : Highway
আহসান: এর সঙ্গে আরও একটা শব্দ ব্যবহার করা হয় আর সেটা হলো Freeway . কোন কোন জায়গায় Highway এবং Freeway একই অর্থে ব্যবহার করা হয় আবার কোন কোন জায়গায় আলাদা অর্থে। এবার Highway শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করো তো।
শতরূপা : Pacific Coast Highway is one of the most scenic highways in the USA .
আহসান: বাঃ একদম ঠিক বলছো। পরের শব্দটি street.
শতরূপা : street মানেও তো রাস্তা । বোধ হয় বেশ সরু রাস্তা ।
আহসান: সরু রাস্তার চেয়ে ও বড় কথা হলো , ঐ street হচ্ছে এ রকম রাস্তা যার দু পাশে ঘর বাড়ি বা কোন রকম স্থাপনা আছে। এবার বাক্য তৈরি করোতো ।
শতরূপা : We went to the library at 18th Street .
আহসান: এবারের শব্দ Lane
শতরূপা : এটা ও তো মনে হয় খুবই সরু রাস্তা ?
আহসান: এটার একটা মানে হচ্ছে সরু রাস্তা বা গলি , বিশেষত বাংলাদেশে , ভারতে , দক্ষিণ এশিয়ার অন্যত্র । তবে Lane এর অন্য একটা মানে হলো বড় রাস্তায় গাড়ি চলাচলের জন্যে সুনির্দিষ্ট ভাবে এঁকে দেওয়া পথ। বিশেষত এ সব দেশে লেইন বলতে রাস্তার এই ঐ সুনির্দিষ্ট পথকে বোঝায় ।
শতরূপা : হ্যাঁ এবার মানেটা খুব পরিস্কার হলো।
আহসান: তা হলে শোনা যাক একটি বাক্য ।
শতরূপা: All vehicles should follow the designated lanes
আহসান: হ্যাঁ সব যানবাহনেরই উচিৎ হবে নির্দিষ্ট লেইন ধরেই চলাচল করা।
শতরূপা: বাংলাদেশেও তো বড় রাস্তাগুলোতে এ ধরণের লেইন আঁকা রয়েছে তবে অনেকেই সেটা অনুসরণ করে না।
আহসান: ঠিক বলেছো । সুনির্দিষ্ট লেইন ধরে গাড়ি চলাচল করলে , দূর্ঘটনার আশংকা অনেক কমে যায়।
আহসান : অনুষ্ঠানের সময়তো প্রায় শেষ হয়ে এলো । তবে ওঠার আগে একটা জরুরি কথা বলে রাখি । আমরা তো এতদিন বিভিন্ন ধরণের Noun সম্বন্ধে কথা বলেছি ; শিখেছি অনেকগুলো
শতরূপা : তবে যাবার আগে এটা ও জানিয়ে দিয়ে যাই যে আমাদের ইংরেজি শেখার এই অনুষ্ঠান Talk2US এর ভিডিও সংস্করণ ও আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েব সাইটে
আমাদের ওয়েব সাইট ঠিকানা হচ্ছে www.voabangla.com
আহসানঃ তা হলে Talk 2 Us ‘এর এই সঙ্কলন থেকে ওঠার আগে
শতরূপা : আমি, শতরূপা বড়ুয়া
আহসান: এবং আহসানুল হক আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।