অ্যাকসেসিবিলিটি লিংক

শান্তিনিকেতনের বিশ্বভারতী জুড়ে উত্তেজনা


শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের বিশ্বভারতী জুড়ে উত্তেজনা। একদিকে বিশ্বভারতীর বিভিন্ন জায়গায় বিজেপির পতাকা, পোস্টার লাগানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অন্যদিকে, রাস্তা ফেরানোর দাবিতে প্রতীকী অনশনে বসলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আবার উপাচার্যের বিরুদ্ধে পাল্টা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারাও। সবমিলিয়ে আরও একবার ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।বিশ্বভারতীকে রাস্তা ফিরিয়ে দেওয়ার দাবিতে এদিন সকালে ছাতিমতলায় প্রতীকী অনশন অবস্থানে বসেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতরকে রাস্তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। উপাচার্যের সঙ্গেই এই অবস্থান বিক্ষোভে সামিল হন বিশ্বভারতীর অধ্যাপক ও কর্মী, পড়ুয়াদের একাংশ। অন্যদিকে ঠিক সেইসময়ই গেটের বাইরে উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগে পাল্টা অবস্থান বিক্ষোভে বসেন বিশ্বভারতীর জনা কয়েক পড়ুয়া।

please wait

No media source currently available

0:00 0:01:50 0:00


নিয়োগে বেনিয়মের অভিযোগ, অভিযোগকারী অধ্যাপক কে সাসপেন্ড করল বিশ্বভারতী।বিক্ষোভ-পাল্টা বিক্ষোভে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতীতে । ছাত্রছাত্রীদের বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগ ওঠে নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। বাদানুবাদ হয়। ধাক্কাধাক্কিও হয় বলে অভিযোগ। যার জেরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রসঙ্গত বলা যেতে পারে প্রশাসনিক বৈঠক থেকে বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কাচমন্দির থেকে কালিসায়র মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তাটি ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে গত ২০১৭ সালে শান্তিনিকেতনে যাতায়াতের রাস্তাটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ব্যবহারের জন্য দিয়েছিল রাজ্যের পূর্ত দফতর।

XS
SM
MD
LG