অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাসে কৃষ্ণাঙ্গ তরুন-তরূনীদের হেনস্তাকারী পুলিশ কর্মকর্তার পদত্যাগ


যুক্তরাস্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিন পূর্বাঞ্চলের শহর ম্যাককিনির পুলিশ প্রধান বলেছেন, যে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা একদল কৃষ্ণাঙ্গ তরুন-তরূনীর দিকে অস্ত্র তাক করেছিল এবং তাদের একজনকে মাটিতে চেপে ধরেছিল, আসলে সে নিজের ওপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছিল।

পুলিশ প্রধান গ্রেগ কোনলি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে, এরিক কেজবোল্ট নামের ঐ পুলিশ কর্মকর্তার সেদিনকার কাজের কড়া সমালোচনা করে বলেন, সে পদত্যাগ করেছে।

শুক্রবার স্থানীয় একটি সুইমিং পুলে একদল তরুন তরুনীর পার্টিতে গন্ডগোলের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানে পুলিশের অভিযানের দৃশ্য ধারণ করে কেউ একজন তার স্মার্টফোন। ভিডিওতে দেখা যায় অফিসার কেজবোল্ট কয়েকজন তরুন তরুনীর পিছু ধাওয়া করে তাদেরকে অশ্লীল ভাষায় ধমক দিচ্ছে এবং বিকিনি পরা এক তরুণীকে ধরে মাটিতে ফেলে দিয়ে হাটু দিয়ে চেপে ধরে তাকে হাতকড়া পরাচ্ছে। ঐ সময় তার সামনে দিয়ে দৌড়ে যাওয়া একদল ছেলের প্রতি সে অস্ত্রও তাক করে।

পুলিশ প্রধান কোনলি কেজবেল্টের কাজকে অমার্জনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন সে নিয়ন্ত্রন হারিয়েছিল। তবে তিনি বলেন কেজবেল্টকে পদত্যাগের জন্য চাপ দেয়া হয়নি।

XS
SM
MD
LG