অ্যাকসেসিবিলিটি লিংক

অবশেষে থাই রাজার জনগণের প্রতি ভালোবাসা প্রকাশ 


থাইল্যান্ডে বহু মাস ধরে সরকার বিরোধী বিক্ষোভের পর, প্রথমবারের মতো রাজা,মহা ভাজিরা লংকর্ন প্রতিবাদী জনতা, যারা তাঁর ক্ষমতা হ্রাসের দাবি তুলেছেন, তাদের প্রতি ভালোবাসা ব্যক্ত করেছেনI

চ্যানেল ফোর নিউজ অনুষ্ঠানে এক সাংবাদিককে রাজা ভাজিরা লংকর্ন বলেন, "আমরা সবাইকে সমানভাবে ভালোবাসি"I তাদের সঙ্গে কোনো বোঝাপড়া করবেন কি না জিজ্ঞাসা করা হলে, রাজা বলেন, "থাইল্যান্ড সবসময়েই এক বোঝাপড়ার দেশ "I

থাইল্যান্ডের এসব প্রতিবাদ-বিক্ষোভ মূলতঃ ছাত্রসমাজ পরিচালিত, যারা দুর্নীতির অভিযোগ এনে প্রধানমন্ত্রী, প্রায়ুথ চান ওচা'র পদত্যাগ দাবি করেছেনI তবে তাদের এই আন্দোলনে রাজতন্ত্রে সংস্কার, তথা রাজার ক্ষমতা হ্রাসেরও দাবি তোলা হয়I থাইল্যান্ডে রাজার বিরুদ্ধে প্রতিবাদ ব্যক্ত করা রাজতন্ত্রকে অপমান করার শামিল, যে অপরাধে দীর্ঘ কারাদণ্ডের বিধান রয়েছেI

XS
SM
MD
LG