থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন-দু’ হাজার সতেরোয় সাধারন নির্বাচন একটা হবে-পরে, এবছরেই,গণভোটে প্রস্তাবিত সংবিধান ভোটাররা প্রত্যাখ্যান করলেও হবে এ নির্বাচন।
প্রধানমন্ত্রী প্রায়ূথ চান ও চা হলেন সাবেক সেনা বাহিনী প্রধান- দু’ হাজার চৌদ্দ সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্যে দিয়ে ক্ষমতা হাতে নিয়েছিলেন যিনি - সেই তিনি একথা বলছিলেন ব্যাঙ্ককে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়।
সামরিক বাহিনী সমর্থিত রাজ পরিবার অনুগত প্রশাসন ব্যবস্থা এবং জনগন সমর্থিত সাবেক প্রধান মন্ত্রী থাকসীন শিনাওয়াত্রার মধ্যেকার তিক্ত বিবাদ-বিসম্বাদের কারনে সংকটাপন্ন অবস্থায় নিপতিত হয়েছে থাইল্যান্ড রাজনৈতিক অসন্তোষ ও অস্থিতিশিলতার আবর্তে পড়ে।বিরোধ কবলিত এহেন পরিস্থিতি দু’ দু’টি অভ্যুত্থানের জন্ম দিয়েছে- সহিংস – প্রাণঘাতি সড়ক বিক্ষোভ মাথা চাড়া দিয়েছে।
১৯ শ’ ৩২ সালে থাইল্যান্ডের নিরকুংশ রাজতন্ত্রের অবসানের পর থেকে নিয়ে এ অব্দি সময়কালে , এই পরবর্তী সংবিধান হবে দেশের বিংশতিতম গঠনতন্ত্র।