অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা ফৌজদারি মামলার দায়ে আদালতে হাজিরা দিয়েছেন


থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা ফৌজদারি মামলার দায়ে আদালতে হাজিরা দিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি চালের ওপরকার ভর্তুকি নিয়ে অব্যবস্থাপনা করেছেন এবং তারই দায় পরিশোধে দেশকে শত শত কোটি ডলার গচ্চা দিতে হয়েছে।

গত বছর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মিস ইংলাককে গদীচ্যুত করা হয়েছিলো।

আজ আদালতে হাজির হওয়ার সময় বেশ কিছু সংখ্যক সমর্থক তাঁকে হর্ষধ্বনী করে স্বাগত: জানায়।

সাবেক ঐ প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন-অভিযোগে দোষি সাব্যস্ত তিনি যে হবেন না – সে ব্যাপারে তিনি স্থির নিশ্চিত।

দোষি সাব্যস্ত হলে কিন্তু তাঁর দশ বছরের জেল হতে পারে।

XS
SM
MD
LG