অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত


সরকারের নির্দেশ অমান্য করে শনিবার, থাইল্যান্ডে প্রধানমন্ত্রী, প্রায়ুথ চান ওঁচা'র পদত্যাগের দাবিতে ব্যাংককের রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শিত হয়I শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল-কামান ব্যবহার করে; তবে শনিবারের প্রতিবাদ-বিক্ষোভ ছিল শান্তিপূর্ণI

সরকার, ব্যাংককের 'ম্যাস ট্রানজিট' ব্যবস্থা বন্ধ করেও, সক্রিয়বাদীদের চতুর্থ দিনের প্রতিবাদ এড়াতে পারেন নিI প্রধানমন্ত্রী প্রায়ুথ, জরুরি অবস্থা ঘোষণা দেয়ার পরেও, ব্যাংককের বাইরে অন্ততঃ ৬টি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছেI পুলিশ বিক্ষোভে জড়িত ৫ও জনের অধিককে গ্রেফতার করে I

'রয়েল প্যালেস' বা রাজকীয় প্রাসাদ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নিI তবে রাজা ভাজিরা লংকর্ন, বলেছেন, থাইল্যান্ডের সেইসব জনগণের প্রয়োজন যারা রাজতন্ত্র ও দেশকে ভালোবাসবেI

XS
SM
MD
LG