অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ৩১ জন নিহত


নাইজেরিয়ার কর্মকর্তারা বলেন, বৃহষ্পতিবারের বোমা আক্রমণে অন্তত ৩১ জন মারা গিয়েছে। মনে করা হচ্ছে বোকো হারাম জঙ্গি দলই দেশের মধ্যাঞ্চলের জস শহরে বোমা হামলা করেছে।

পেলাটিউ প্রদেশের মুখপাত্র প্যাম আইয়ুবা ফরাসি সংবাদ সংস্থা AFP কে শুক্রবার জানিয়েছে যে ঐ আক্রমণটি নাইজেরিয়ার প্রদেশ এবং শহরগুলোতে সন্ত্রাসবাদ যে বৃদ্ধি পাচ্ছে এ ঘটনা তারই একটি।

জরুরী বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহষ্পতিবার জস শহরের একটি বাজার এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে আত্মঘাতী বোমারুরা আলাদা আলাদা গড়িতে বোমা বিস্ফোরণ ঘটায়।

গত মে মাসে যে আত্মঘাতী বোমারুরা দু’টি গাড়ীতে বিস্ফোরণ ঘটিয়ে ১১৮ জনের প্রান নাশ করেছিল এবারও ঐ একই এলাকার খুব কাছেই বিস্ফোরণগুলো ঘটে।

XS
SM
MD
LG