অ্যাকসেসিবিলিটি লিংক

সীমাহীন দূর্ভোগের শিকার ইথিওপিয়ার 'টিগরে' অঞ্চলের বাস্তুচ্যুত শরণার্থীরা


ইথিওপিয়ার উত্তরাঞ্চলের 'টিগরে' এলাকার মাসব্যাপী লড়াই, সেদেশের তীব্র করোনা মহামারীর বিরুদ্ধে প্রয়াসে বাধার সৃষ্টি করেছেI ইতিমধ্যেই ঐ অঞ্চলের ১০ লক্ষ জনগণ জাতিসংঘের সাহায্য-সহায়তা থেকে বঞ্চিত হয়েছেনI

ইথিওপিয়ার সরকারি বাহিনী ও 'টিগরে' প্রাদেশিক বাহিনীর লড়াইয়ে ক্ষতিগ্রস্ত জনগণ প্রাণভয়ে সুদানে এসে আশ্রয় নিয়েছেন, যেখানেও করোনা পরিস্থিতি এখন সঙ্কটজনকI সুদানের জনাকীর্ণ তাঁবুগুলিতে আশ্রয় নেয়া প্রায় ৪৫,০০০ শরণার্থীদের জন্য সেখানে নেই কোন টেস্টিং সরঞ্জাম বা চিকিৎসা সেবার সুযোগI

মানবিক কর্মকর্তারা আরো শরণার্থীদের আগমন এবং মহামারীর বিরুদ্ধে কোন স্বাস্থ্য পরিচর্যার সুযোগ না থাকায়, চরম উদ্বেগ প্রকাশ করেছেনI

XS
SM
MD
LG