অ্যাকসেসিবিলিটি লিংক

দর্শকদের উপর টোকিও অলিম্পিক্সের আয়োজকদের বিধিনিষেধ


আসন্ন টোকিও অলিম্পিক্সের আয়োজকরা অল্প সংখ্যক জাপানি দর্শক যাদেরকে সেখানে প্রবেশের অনুমতি দেয়া হবে তাদের উপর কভিড-১৯ প্রতিরোধে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বুধবার ঘোষিত এই নিয়মের আওতায় অভ্যন্তরীণ দর্শকদের উচ্ছাস প্রকাশ, তোয়ালে নাড়ানো, খেলোয়াড়দের কাছে অটোগ্রাফ নিতে যাওয়া কিংবা অন্য দর্শকদের সঙ্গে কথা-বার্তা বলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাদেরকে খেলা শেষে সোজা বাড়িতে চলে যেতে বলা হয়েছে। বিদেশি দর্শকদের সেখানে প্রবেশ নিষিদ্ধ । খেলার স্থানগুলোতে মাদক দ্রব্য নিষিদ্ধ করা হয়েছে। এর আগে সোমবার সিদ্ধান্ত নেয়া হয় যে দর্শকদের সংখ্যা ১০,০০০ এ সীমিত রাখা হবে যা কীনা সেখানে যত দর্শক যেতে পারেন তার অর্ধেক । তবে স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা বলেছিলেন নতুন করে টোকিওতে কভিড-১৯ এর প্রকোপ বেড়ে যাওয়ায় সব চেয়ে কম ঝুঁকি বহুল হবে যদি কোন দর্শককেই প্রবেশ করতে না দেয়া হয়। প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা হুঁশিয়ার করে দিয়েছেন যে কভিড-১৯ ‘এর পরিস্থিতির যদি অবনতি হয় তা হলে তিনি সকল দর্শকের প্রবেশ নিষিদ্ধ করতে দ্বিধা বোধ করবেন না।

XS
SM
MD
LG