অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ এবং ভারতের যান চলাচলে বাংলাদেশের জাতীয় আয় বাড়বে ১৭ ও ভারতের ৮ শতাংশ : বিশ্বব্যাংক


বিশ্বব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যোগাযোগ সংযোগ যত বাড়বে ততই লাভবান হবে দুই দেশ। মঙ্গলবার এই অঞ্চলের যোগাযোগ সংযোগের ওপর প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, এই দুই দেশের মধ্যে নিরবচ্ছিন্ন ও নির্বিঘ্ন যান চলাচলে বাংলাদেশের জাতীয় আয়ের পরিমান বাড়বে ১৭ শতাংশ এবং ভারতের ৮ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ভৌগোলিক কারণে কৌশলগতভাবে ভারত, নেপাল, ভুটান এবং পূর্ব এশিয়ার দেশগুলোর গেটওয়ে। ট্রানজিট, বাণিজ্য এবং পণ্য পরিবহণ করে এই পথের মাধ্যমেই বাংলাদেশ হতে পারে এই অঞ্চলের অর্থনীতিক পাওয়ার হাউস বা অর্থনৈতিক শক্তির কেন্দ্র।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে মটরযান চলাচলে যে চুক্তি রয়েছে তা আন্তর্জাতিক পর্যায়ের মানসম্মত হলেও, এক্ষেত্রে বেশকিছু সমস্যা বিদ্যমান এবং শক্তিশালী আঞ্চলিক নীতিমালা প্রণয়নের মাধ্যমে তা দূর করতে হবে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দুর্বল যোগাযোগ সংযোগ ব্যবস্থার উন্নয়ন, চালকদের ভিসা ব্যবস্থা সহজীকরণ করতে হবে নিরবচ্ছিন্ন যান চলাচলের জন্য। সীমান্ত পথে যান চলাচলে কড়াকড়িও সহজীকরণ করা জরুরি বলে বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়।

XS
SM
MD
LG