অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্তে দেয়াল নির্মাণের সম্পূর্ণ অধিকার রয়েছে তাঁর, বললেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার জোর দিয়েই বলেন যে কংগ্রেসের অর্থ বরাদ্দ ছাড়াই্ , যুক্তরাষ্ট্র –মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার সম্পুর্ণ অধিকার তাঁর আছে।

যুক্তরাষ্ট্রের ১৬ টি অঙ্গরাজ্য সোমবার রাতে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে। ট্রাম্পের ২৫ মাস ধরে প্রেসিডেন্ট থাকাকালীন ঐ আদালতের বিচারকরা ট্রাম্পের অন্যান্য উদ্যোগ নাকচ করে দিয়েছিলেন। তবে ট্রাম্প হোয়াইট হাউজে বলেছেন , আমার মনে হয় , আমরা এই মামলায় খুব ভাল করবো।

গত শুক্রবার রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করে ট্রাম্প বলেন যে তিনি প্রাথমিক আইনি লড়াইয়ে হেরে যেতে পারেন বিশেষত এই মামলাগুলো যদি পশ্চিমের অংগ রাজ্যের নবম সার্কাট কোর্টে দায় করা হয়। আর সেখানেই এখন ষোলটি রাজ্য মামলা দায়ের করেছে।

তবে ট্রাম্প বলছেন যে তিনি আশা করছেন তাঁর বিপক্ষে নিম্ন আদালতের যে কোন রায় , সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে নাকচ হয়ে যাবে।

XS
SM
MD
LG