অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প নির্বাচনে সাইবার সুরক্ষা প্রধানকে বরখাস্ত করলেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দু সপ্তাহ পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় একজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন যার দায়িত্ব ছিল ভোট সুরক্ষিত করার প্রচেষ্টা চালানো। প্রেসিডেন্ট ট্রাম্প এই নির্বাচনে পরাজিত হচ্ছেন বলেই প্রাক্কলন করা হয়েছে। ট্রাম্প মঙ্গলবার রাতে সাইবার সেকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার সেকিউরিটি দপ্তরের পরিচালক ক্রিস্টফার ক্রেবের এই বলে সমালোচনা করেন যে ক্রেব তাঁর কথায় নির্বাচন সম্পর্কে মারাত্মক ভুল বিবৃতি দিয়েছেন। প্রেসিডেন্ট বলেন ৩রা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর কথায় , ‘ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে’। ট্রাম্প আরও বলেন যে ক্রিস ক্রেবকে সাইবার সেকিউরিটি এবং ইনফ্রাস্ট্রাকচার সেকিউরিটি (সিসা) দপ্তরের পরিচালক পদ থেকে বরখাস্ত করা হলো।এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তাঁর বরখাস্ত হওয়া সম্পর্কে ক্রেব তাঁর ব্যক্তিগত টুইটারে লেখেন,

“সেবা করে সম্মানিত বোধ করছি। আমরা ঠিক কাজটিই করেছি। আজকের প্রতিরক্ষা, কালকের সুরক্ষা”।

প্রেসিডেন্ট ট্রাম্প বার বার ভোট জালিয়াতির অভিযোগ এনেছেন এবং কোন কোন অঙ্গ রাজ্যে তিনি এ ব্যাপারে আইনি ব্যবস্থাও নিচ্ছেন। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানকারী এবং তাঁর সমর্থকদের অব্যাহত অভিযোগ সত্বেও সিসা সহ ফেডারেল ও রাজ্য কর্মকর্তারা এই সব অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন। তাঁরা বলছেন ভোটের ফলাফল ট্রাম্পের অনুকুলে আনার মতো ব্যাপক কোন জালিয়াতি কিংবা অন্য কোন ধরণের অনিয়ম হয়নি। ক্রেব নিজেও এ ধরনের গুজব এবং ভিত্তিহীন অভিযোগ নাকচ করে দেয়ার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করেন এবং এই সব ষড়যন্ত্রের তত্বকে তাঁর টুইটারে প্রত্যাখান করেন এবং সিসার গুজব নিয়ন্ত্রণ ওয়েবসাইটে লোকজনকে যেতে নির্দেশ দেন।

XS
SM
MD
LG