অ্যাকসেসিবিলিটি লিংক

জি ৭ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প নিজ অবস্থানে অনড় থাকবেন।


Germany G20

আসন্ন G7 সম্মেলনে মিত্র দেশগুলো বাণিজ্য নীতির সমালোচনা করার পরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর অবস্থানেই অনড় থাকবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা এই তথ্য জানান।জাতীয় অর্থনৈতিক পরিষদের পরিচালক Larry Kudlow বলেন ট্রাম্প এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন নন এবং অন্যান্য G-7 সদস্য দেশগুলোর সঙ্গে সবসময় টান টান উত্তেজনা থাকে।ক্যানাডার প্রধানমন্ত্রী Justin Trudeau এবং জার্মান চ্যান্সেলর Angela Merkel শুক্রবার ও শনিবার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার ইঙ্গিত দেওয়ার পর পরই হোয়াইট হাউজ থেকে এই মন্তব্যগুলো করা হয়।G-7 সম্মেলন এবার ক্যানাডার Charlevoix এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। Kudlow তাঁর মন্তব্যে যুক্তরাষ্ট্রের চীন ও কৌশলগত অংশীদারদের সঙ্গে বাণিজ্য বিরোধে জড়ানোর বিষয় অস্বীকার করেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র তাদের শ্রমিক এবং শিল্পকারখানা রক্ষা করার জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী Jim Mattis শুল্ক নিয়ে বিতর্কের বিষয়টিকে এখনই বাণিজ্য যুদ্ধ বলতে নারাজ এবং বলেন মিত্রদের সঙ্গে অর্থনৈতিক বিরোধের কারণে সামরিক ও নিরাপত্তা সম্পর্কে কোনও প্রভাব পড়বে না।

উল্লেখ্য, সাতটি অগ্রসর দেশের জোট জি-সেভেনের নেতারা বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়াবলি নিয়ে নিজেদের ঐক্যবদ্ধ অবস্থান ঠিক করে নেওয়ার চেষ্টায় বছরে একবার শীর্ষ বৈঠকে মিলিত হন। শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন কানাডার প্রধান মন্ত্রি জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলার এঞ্জেলা মেরকেল, জাপানের প্রধান মন্ত্রি সিনজে আবে, যুক্তরাজ্যের প্রধান মন্ত্রি থেরেসা মে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইটালীর প্রধান মন্ত্রি। তাছাড়া ইউরোপীয়য়ান ইউনিয়নের কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এবং বিশেষ আমন্ত্রণে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে উপস্থিত থাকবেন।

XS
SM
MD
LG