অ্যাকসেসিবিলিটি লিংক

'সাইবার হ্যাকিং' প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্পের তাচ্ছিল্য অব্যাহত 


যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক সফটওয়্যার সংস্থার হাজার হাজার গ্রাহক, সরকারের জ্বালানি, রাজস্ব ও বাণিজ্য দপ্তরসমূহ বর্তমানে সমূহ এক বিদেশী হ্যাকিং'র কবলেI বিশেষজ্ঞরা এই হ্যাকিং'র পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতার কথা ব্যক্ত করেছেনI

তবে গোয়েন্দা কর্মকর্তা এবং আইনপ্রণেতাদের উদ্বেগ উপেক্ষা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,"সবকিছুই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে"I তিনি বলেন, "ফেইক নিউজ মাধ্যমে প্রচারিত এই সাইবার হ্যাকিং'র সংবাদ বাস্তবের চাইতে অনেক বড়"I

তাঁর প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, রাশিয়া এর পেছনে রয়েছে বলে মন্তব্য করেন, তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাতেও সন্দেহ প্রকাশ করেছেনI

XS
SM
MD
LG