অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি বর্ণবাদী নন


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রবিবার এই অভিযোগ অস্বীকার করেছেন যে তিনি বর্ণবাদী। এর তিন দিন আগে হাইতি, এল স্যালভাডোর, এবং আফ্রিকা থেকে আগত অভিবাসীদের ট্রাম্প অত্যন্ত নোংরা এলাকা থেকে এসেছে বলে বর্ননা করেন।

ফ্লোরিডায় Mar-a-Lago অবসর বিনোদন এলাকায় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন “না, আমি বর্ণবাদী না। আপনি যত লোকের সাক্ষাৎকার নিয়েছেন তাদের মধ্যে আমিই সবচেয়ে কম বর্ণবাদী।”

গত সপ্তাহে হোয়াইট হাউসে অভিবাসন নিয়ে দ্বিদলীয় এক বৈঠক চলাকালে ট্রাম্প ওই উক্তিটি করেছিলেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ট্রাম্পের মন্তব্যের ফলে অভিবাসন বিষয়ে আলোচনা বিঘ্নিত হয়।

প্রায় ৮ লক্ষ অভিবাসী যাদেরকে মা বাবারা শিশু বয়সে যুক্তরাষ্ট্রে অবৈধ ভাবে নিয়ে আসে, তাদের সুরক্ষার কার্যক্রমটি এ সপ্তাহে ওয়াশিংটনে রাজনৈতিক বিতর্কে স্থান পায়।

ট্রাম্প বলেছেন যে কার্যক্রমের অধীনে ৮লক্ষ অল্প বয়সী অভিবাসীদের বহিষ্কার থেকে সুরক্ষা করা হয় তা নিশ্চিত করতে তিনি প্রস্তুত। তিনি বলেন ওই কার্যক্রম সম্ভবত শেষ হয়ে যাবে কারণ বিরোধী ডেমোক্রাটরা আসলে সেটি চান না, তারা শুধু সে বিষয়ে কথা বলতে চান।

XS
SM
MD
LG