অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প মনে করেন ইউক্রেন একটি দুর্নীতিগ্রস্ত দেশ


আজ বুধবার প্রতিনিধি পরিষদে অভিশংসন তদন্ত কমিটির কাছে যুক্তরাষ্ট্রের দুই কূটনীতিবিদ প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি ইউক্রেন সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। ট্রাম্প মনে করেন ইউক্রেন একটি দুর্নীতিগ্রস্ত দেশ এবং এই কারণে ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার প্রয়াস জটিল হয়ে গেছে।

ওয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের ইউক্রেন বিশেষজ্ঞ ক্যথেরিন ক্রফট সাক্ষ্য দেন। তিনি ২০১৭ সালে প্রেসিদেন্ত ট্রাম্পের সঙ্গে ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রদানের পরিকল্পনায় জড়িত ছিলেন।ঐ সময়ের ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন। ক্রফট বলেন ঐ বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে দুর্নীতিগ্রস্ত দেশ বলে বার বার আখ্যা দিয়েছেন।তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তা সহায়তাকারীর দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের সাবেক রিপাব্লিকান আইনপ্রনেতা ও লবিস্ট রবার্ট লিভিংস্টোন তাকে অসংখ্যবার ফোন করে বলেন ইউক্রেনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মারি ইয়োভানোভিচকে চাকরীচ্যুত করা উচিৎ। তিনি বলেন, লিভিংস্টোন মারি ইয়োভানোভিচকে অবামা প্রশাসনে্র কর্মকর্তা হিসেবে চিহ্নিত করেন।


XS
SM
MD
LG