অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ভোট ট্রাম্পের অভিশংসন তদন্তের পক্ষে


ডেমক্র্যাটিক পার্টির সংখ্যাধিক্যে গঠিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ আজ কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশঙসন সম্পর্কে প্রকাশ্য তদন্ত করার বিষয়টি অনুমোদন করেছে। ইউক্রেনকে তার প্রতিপক্ষ সম্পর্কে তদন্ত করার চাপ দেয়ার অভিযোগে এরই মধ্যে রুদ্ধদ্বার কক্ষে কয়েক সপ্তা ধরে শুনানী হয়েছে।

প্রতিনিধি পরিষদে অভিশংসন বিষয়ে তদন্তের পক্ষে ভোট পড়েছে ২৩২ টি, বিপক্ষে ১৯৬ টি।রিপাবলিকানদের সকলেই, এবং দু জন ডেমক্র্যাট ও এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন

ভোট গ্রহণের পর পরই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একে তার কথায় উইচ হান্টা বা ছিদ্রান্বেষণ বলে অভিহিত করেন। হোয়াইট হাউজের প্রেস সচিব স্টিফ্যানি গ্রিশাম এক বিবৃতিতে বলেন প্রেসিডেন্ট কোনই অন্যায় করেননি এবং এই প্রক্রিয়াকে তাঁর কথায় অন্যায্য, অসাংবিধানিক এবং মূলত অ-আমেরিকান বলে উল্লেখ করেন।

XS
SM
MD
LG