অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা সোমবার তাঁর অভিশংসন বিচারে প্রেসিডেন্টের পক্ষে যুক্তি সহ নথি দাখিল করছেন


Trump
Trump

হোয়াইট হাউসের আইনজীবীরা আজ সোমবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারে, প্রেসিডেন্টের পক্ষে তাদের যুক্তি সম্বলিত নথি দাখিল করবেন। মঙ্গলবার সেনেটে বিচার শুরু হবে।

এর আগে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ অনুমোদিত অভিশংসনের অভিযোগগুলোর জবাবে হোয়াইট হাউসের কাউন্সেল প্যাট সিপোলোন ও ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী জে সেকুলো বলেন সেনেটের উচিত, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করা কারণ তা “সংবিধানের বিকৃত বিপদজনক ব্যাখ্যা যা সরকারের অবকাঠামোর দীর্ঘমেয়াদি ক্ষতি করবে।”

প্রেসিডেন্টের আইনজীবীরা এই যুক্তি তুলে ধরেন যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ, প্রেসিডেন্টের বৈদেশিক নীতি নির্ধারণের যে ক্ষমতা আছে তা কমাতে চেষ্টা করছে এবং নির্বাহী শাখা যে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছে তার জন্য তাদের শাস্তি দিতে এবং তাদের নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে।”

রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটের সদস্যরা অভিশংসন মামলায় জুরির দায়িত্ব পালন করবেন। বিচারে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন।

XS
SM
MD
LG