অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প দ্বিপাক্ষিক চুক্তি করতে রাজী কিন্তু জোটভুক্ত চুক্তি নয়


এপেক সম্মেলনে, এশিয়ার বানিজ্য কোন দিকে ধাবিত সে বিষয়ে পৃথকভাবে বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্র এবং চীনের দুই নেতা তাদের বিপরীত ধর্মী কঠোর দৃষ্টিভংগীর কথা তুলে ধরেন। শুক্রবার ঐ অঞ্চলের ব্যবসাপতিদের বৈঠকে যুক্তরাষ্ট্র এবং চীনের নেতা ভাষণ দেন।

আমেরিকার প্রেসিডেন্ট ডনল্ড ট্রাম্প এপেক সিইও-দের শীর্ষ সম্মেলনে বলেন, “ইন্দো-প্যাসেফিক জোট ভুক্ত যেকোনো দেশের সংগে দ্বিপাক্ষিক চুক্তি করতে তিনি রাজি আছেন তবে বহুজাতিক চুক্তি অর্থাৎ আন্তঃ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশের মধ্যে যে বাণিজ্য চুক্তি রয়েছে তা তিনি কঠোর ভাবে প্রত্যাখ্যান করেন। ট্রাম্প প্রশাসনের প্রথম দিনেই এই চুক্তিটি তারা প্রত্যাখ্যান করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তার দেশ অতীতে যখন অন্যান্য দেশের জন্য বাণিজ্য বাজার উন্মুক্ত করেছে তখন অন্যরা আমাদের জন্য তাদের বাজার উন্মুক্ত করেনি।

XS
SM
MD
LG