অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরল অনুরোধ 


ইরানে ২০১৮ সালে সরকার বিরোধী প্রতিবাদের সময়, একটি হত্যাকাণ্ডের সঙ্গে
সম্পৃক্ত থাকা সন্দেহে ইরানের বিশ্বনন্দিত কুস্তিগীর, নাভিদ আফকারী সাঙ্গারিকে মৃত্যু দেয়া হয়েছেI প্রেসিডেন্ট তার প্রাণদণ্ড মৌকুফ করার জন্য ইরানি নেতাদের কাছে বিরল এক অনুরোধ জানিয়েছেনI তিনি বলেন, দেশের অর্থনৈতিক দুরাবস্থা এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছিলেনI

টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি নেতাদের কাছে অনুরোধ জানিয়ে বলেন, "আপনারা যদি কুস্তিগীর নাভিদ সাঙ্গারির প্রাণ রক্ষা করেন, তবে আমি তার সবিশেষ প্রশংসা করবো "I

সিরাজে জন্মগ্রহণকারী, ২৭ বছর বয়সী, কুস্তিগীর নাভিদ সাঙ্গারিকে বিক্ষোভের সময় একজন নিরাপত্তা গার্ডকে হত্যার দায়ে অভিযুক্ত করে প্রাণদণ্ড দেয়া হয়I তাঁকে সহযোগিতার করার জন্য তাঁর দুই ভাইকেও কারাদণ্ড দেয়া হয়I

XS
SM
MD
LG