অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্পকে কিমের পত্র লেখার দাবী নাকচ করলো পিয়ং ইয়ং


প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরীয় নেতা'র "সুন্দর এক চিঠি" পেয়েছেন যে দাবী করেছেন, উত্তর কোরিয়া সে দাবী প্রত্যাখ্যান করেছেI রবিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের এধরণের দাবী ভিত্তিহীন এবং দুই নেতার বন্ধুত্বকে কাজে লাগানোর জন্য ওয়াশিংটনের দোষারোপ করা হয়I বিবৃতিতে আরো বলা হয় শুধুমাত্র মনোযোগ বিচ্ছিন্ন করা বা স্বার্থ অর্জনের জন্য দুই নেতার সম্পর্ককে টানা সমীচীন কাজ নয়I

ট্রাম ও কিমের মধ্যে গত দেড় বছরে কয়েকবার পত্র বিনিময় হয়েছে এবং তিনবার তাঁরা ব্যক্তিগত সাক্ষাৎকারে মিলিত হয়েছেনI তবে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে তাদের আলোচনা ভেঙে যায়I

XS
SM
MD
LG