অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বযুদ্ধের প্রাক্তন  সৈন্যদের প্রশংসা করেছেন ডনাল্ড ট্রাম্প এবং ইম্যানুয়েল ম্যাক্রঁ


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্তন সৈন্যদের প্রশংসা করেন এবং মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতাপূর্ণ অনুভূতির প্রশংসা করেন। তাঁরা ডি-ডে’র ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন । দিনটি নাৎসি বাহিনীর পরাজয় এবং এরই ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হিসেবে পালন করা হয়। তাঁরা Colleville-sur-Mer এর Normandy American Cemetery তে বক্তব্য রাখছিলেন যেখানে নয় হাজারেরও বেশি আমেরিকান সৈন্যকে সমাহিত করা হয়েছে।

ফ্রান্সকে মুক্ত করাতে যারা যুদ্ধ করেছে এবং প্রাণ দিয়েছে ম্যাক্রঁ তাঁদের প্রতি সম্মান প্রদর্শন করে বলেন যে ডি ডের ঐ অভিযান গোটা ইউরোপ এবং বিশ্বের ভবিষ্যৎকে বদলে দিয়েছে। তিনি ফরাসি ভাষায় তাঁর মন্তব্য করেন কিন্তু এক সময়ে তিনি তাঁর পাশে বসা প্রাক্তন সৈন্যদের দিকে ফিরে ইংরেজিতেই কথা বলেন। তাঁর ভাষণের পর তিনি পাঁচ জন আমেরিকান সৈন্যকে Legion of Honor পুরস্কারে ভূষিত করেন।

ট্রাম্প তাঁর ভাষণে,“ যারা তাদের ভাইয়ের জন্য, নিজেদের দেশের জন্য এবং মুক্তিকে জীবিত রাখার জণ্য ত্যাগ স্বীকার করেছেন তাদের সম্মানিত করেন।

ট্রাম্প আরও বলেন আজ আমরা সম্মান প্রদর্শন করছি তাঁদের প্রতি যাঁরা জীবন দান করেছেন ঠিক এখানটাতে এই নরম্যান্ডিতে, লড়াই করেছেন এবং সভ্যতার জন্য এই ভূমিকে পুনরায় জয় করেছেন।তাঁর ভাষণে তিনি মিত্রদের সঙ্গে একাত্মতার বিষয়টি তুলে ধরেন যাঁরা এ সপ্তায় এই বার্ষিকী পালন করছেন।

XS
SM
MD
LG