অ্যাকসেসিবিলিটি লিংক

সমালোচনা ও আইনগত চ্যালেঞ্জের মুখে, ট্রাম্প অভিবাসন নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দিচ্ছেন


TRUMP ORDER
TRUMP ORDER

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, সাতটি মুসলিম প্রধান দেশ থেকে শরণার্থী ও লোকজনের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তিনি তার পক্ষে যুক্তি দেওয়া অব্যাহত রেখেছেন। ওদিকে মানবাধিকার গ্রুপগুলো আইনগত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছে, দেশের সর্বত্র বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ প্রতিবাদ বিক্ষোভ করে, এবং ডেমোক্রাটরা নিষেধাজ্ঞা আরোপে বাধা দেওয়ার লক্ষ্যে আইন প্রনয়নের প্রস্তুতি নিচ্ছে।

সোমবার সকালে ট্রাম্প কয়েকটি টুইট বার্তায় বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জন কেলি তাকে বলেছেন সব কিছু ভাল মত হচ্ছে, অল্প কয়েকটি সমস্যা ছাড়া। তিনি আরও বলেন ডেল্টা এয়ারলাইন্স এর কমপিউটার ব্যবস্থায় গন্ডগোলের কারণে বিমানবন্দরগুলোতে বড় ধরনের সমস্যা হয়।

সেনেটের সংখ্যা লঘু দলের নেতা চাক শুমার রবিবার ট্রাম্পের প্রতি তাঁর নির্বাহী আদেশ খারিজ করার আহ্বান জানান।

শুক্রবার সাক্ষরিত ওই নির্দেশনামায়, শরণার্থীদের প্রবেশাধিকার ১২০ দিনের জন্য বন্ধ করা হয় এবং, ইরাক , ইরান, সিরিয়া, সোমালিয়া, সুদান, লিবিয়া ও ইয়েমেন এর লোকজনের এদেশে প্রবেশের উপর ৯০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

XS
SM
MD
LG