অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প টুইটার ও ফেইসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন 


FB Google Twitter
FB Google Twitter

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধান তিনটি বৃহৎ প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করে বলেন, যে এই তিনটি প্রযুক্তি সংস্থা অন্যায়ভাবে তাঁর ও অন্যান্য রক্ষণশীলদের বক্তব্য প্রকাশিত হওয়ার আগে পরীক্ষা ও নজরদারি কোরতোI

বুধবার ট্রাম্প বলেন, আমরা দক্ষিণাঞ্চলীয় ফ্লোরিডার যুক্তরাষ্ট্র ডিস্ট্রিক্ট কোর্ট বরাবর আমেরিকান জনগণের বিরুদ্ধে সামাজিক মাধ্যম কোম্পানিগুলির অবৈধ ও লজ্জাজনক পরীক্ষা ও নজরদারি অবিলম্বে বন্ধের আবেদন জানাচ্ছিI

প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প, ফেইসবুক, টুইটার, গুগল ও তাদের প্রধান নির্বাহী, যথাক্রমে, মার্ক জুকারবার্গ, জ্যাক ডরসি এবং সুন্দার পিচাই'র বিরুদ্ধে এই মামলায় প্রধান বাদীI এই মামলা সম্পর্কে ক্যালিফর্নিয়া ভিত্তিক প্রযুক্তি সংস্থা বা তাদের নির্বাহীদের কোনো তাৎক্ষণিক মন্তব্য শোনা যায় নিI

(রয়টার্স)

XS
SM
MD
LG