অ্যাকসেসিবিলিটি লিংক

৪৫দিনের মধ্যে টিকটক এবং ওইয়চ্যাট নিষিদ্ধ করার নির্বাহী আদেশ প্রেসিডেন্ট ট্রাম্পের


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৪৫দিনের মধ্যে ভিডিও শেয়ারিং অ্যাপ্ টিকটকের চীনা মালিকানাধীন সংস্থা বাইটড্যান্স এবং ওইয়চ্যাট অ্যাপের মালিক টেনসেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও লেনদেন নিষিদ্ধ করার বিষয়ে বৃহস্পতিবার নির্বাহী আদেশ জারি করেছেন।

ট্রাম্প প্রশাসন এই সপ্তাহে বলেছে যে তারা যুক্তরাষ্ট্রের ডিজিটাল নেটওয়ার্কগুলি থেকে "অবিশ্বস্ত" চাইনিজ অ্যাপগুলিকে বাতিল করার প্রচেষ্টা ত্বরান্বিত করছে এবং চীনা মালিকানাধীন শর্ট-ভিডিও অ্যাপ টিকটক এবং ম্যাসেঞ্জার অ্যাপ ওইয়চ্যাটকে "উল্লেখযোগ্য হুমকি" বলে অভিহিত করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এক আদেশে বলেন, টিকটোক অ্যাপটি চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে ভুয়া বা বিভ্রান্তিকর প্রচারের জন্য ব্যবহৃত হতে পারে এবং আমাদের জাতীয় সুরক্ষার জন্য টিকটকের মালিকদের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নিতে হবে,"

অন্যদিকে, ট্রাম্প বলেন যে ওইয়চ্যাট "স্বয়ংক্রিয়ভাবে তার ব্যবহারকারীদের কাছ থেকে বিস্তৃত তথ্য গ্রহণ করে। এই তথ্য সংগ্রহ করা অ্যাপ চীনা কমিউনিস্ট পার্টিকে আমেরিকানদের ব্যক্তিগত এবং মালিকানা সম্পর্কিত তথ্য পেতে অনুমতি দেবে।"

XS
SM
MD
LG