অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের ডনাল্ড ট্রাম্প


সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ৮ই নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের সাধারণ ভোটের ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ ইলেক্টোরাল ভোট বা নির্বাচকমন্ডলী নিশ্চিত করে অনানুষ্ঠানিকভাবে প্রেসিডন্টে নির্বাচিত হন ডনাল্ড ট্রাম্প।

ডনাল্ড ট্রাম্প ২৭৮ এবং হিলারি ক্লিন্টন ২১৮ ইলেক্টোরাল কলেজ পান। বিজয় নিশ্চিত হওয়ার পর তিনি নিজেকে সব আমেরিকানের প্রেসিডেন্ট আখ্যা দিয়ে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

মঙ্গলবার রাতে নিউইয়র্কের ম্যানহাটনের হিলটন হোটেলের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন আমরা একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে আমেরিকাকে গ্রেট করার জন্য কাজ করবো।

ভাষণের শুরুতেই তিনি জানান, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনিও হিলারি ও তার পরিবারকে অভিনন্দন জানান।

XS
SM
MD
LG