ব্রাসেলসে ন্যাটো সম্মেলন শেষে, প্রেসিডেন্ট ট্রাম্প এখন যুক্তরাজ্য সফরে রয়েছেন I এটি হচ্ছে দায়িত্ব গ্রহণ করার পর প্রেসিডেন্ট ট্রাম্প এর প্রথম যুক্তরাজ্য সফর। তবে তাঁর সফর এমনি সময় হচ্ছে যখন, ব্রেক্সিট নিয়ে সেখানে চলছে চরম এক অস্থিরতা I ব্রেক্সিট প্রশ্নে এ সপ্তাহেই পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও অন্যান্য কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করলে, প্রধানমন্ত্রী টেরেসা মে'র অবস্থান কিছুটা হলেও অস্থিতিশীল হয়ে দাঁড়ায় I
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের আগমন উপলক্ষে প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়, তবে তা যেন শান্তিপূর্ণ হয়, সেই আওভান জানিয়েছিলেন লন্ডনের মেয়র, সাদিক খান I তিনি জানান আইন অমান্য করার প্রয়াস বরদাস্ত করা হবে না I
প্রেসিডেন্ট ট্রাম্প আশা ব্যক্ত করেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন অনন্য এক বাণিজ্য চুক্তি সম্পাদনে সমর্থ হবে I ওদিকে রানী এলিজাবেথ প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে উইন্ডসর প্রাসাদে চা-পানের আমন্ত্রণ জানিয়েছেন I