অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম যুক্তরাজ্য সফর


U.S. President Donald Trump and first lady Melania Trump arrive at Stansted Airport, Britain, July 12 2018. REUTERS
U.S. President Donald Trump and first lady Melania Trump arrive at Stansted Airport, Britain, July 12 2018. REUTERS

ব্রাসেলসে ন্যাটো সম্মেলন শেষে, প্রেসিডেন্ট ট্রাম্প এখন যুক্তরাজ্য সফরে রয়েছেন I এটি হচ্ছে  দায়িত্ব গ্রহণ করার পর প্রেসিডেন্ট ট্রাম্প এর প্রথম যুক্তরাজ্য সফর।  তবে তাঁর সফর এমনি সময় হচ্ছে যখন, ব্রেক্সিট নিয়ে সেখানে চলছে চরম এক অস্থিরতা I

ব্রাসেলসে ন্যাটো সম্মেলন শেষে, প্রেসিডেন্ট ট্রাম্প এখন যুক্তরাজ্য সফরে রয়েছেন I এটি হচ্ছে দায়িত্ব গ্রহণ করার পর প্রেসিডেন্ট ট্রাম্প এর প্রথম যুক্তরাজ্য সফর। তবে তাঁর সফর এমনি সময় হচ্ছে যখন, ব্রেক্সিট নিয়ে সেখানে চলছে চরম এক অস্থিরতা I ব্রেক্সিট প্রশ্নে এ সপ্তাহেই পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও অন্যান্য কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করলে, প্রধানমন্ত্রী টেরেসা মে'র অবস্থান কিছুটা হলেও অস্থিতিশীল হয়ে দাঁড়ায় I

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের আগমন উপলক্ষে প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়, তবে তা যেন শান্তিপূর্ণ হয়, সেই আওভান জানিয়েছিলেন লন্ডনের মেয়র, সাদিক খান I তিনি জানান আইন অমান্য করার প্রয়াস বরদাস্ত করা হবে না I

প্রেসিডেন্ট ট্রাম্প আশা ব্যক্ত করেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন অনন্য এক বাণিজ্য চুক্তি সম্পাদনে সমর্থ হবে I ওদিকে রানী এলিজাবেথ প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে উইন্ডসর প্রাসাদে চা-পানের আমন্ত্রণ জানিয়েছেন I

XS
SM
MD
LG