অ্যাকসেসিবিলিটি লিংক

তিউনিশিয়ার ক্ষমতাসীন ইসলামপন্থী দল নতুন সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে


ইসলামপন্থী দল যারা তিউনিশিয়ার ক্ষমতাসীন জোট সরকারে প্রভাবশালী তারা নিজেদের প্রধানমন্ত্রী নতুন সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। প্রধানমন্ত্রীর প্রস্তাব ছিল নির্দলীয়দের নিয়ে সরকার গঠন করা হোক। একজন জনপ্রিয় বিরোধী নেতার হত্যার পর জনগন যে ক্ষোভ প্রকাশ করে তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ওই প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী হামাদি জেবালি বুধবার জাতীয় টেলিভিশনে তার প্রস্তাবের কথা ঘোষণা করেন। ওদিকে রাজধানীতে হাজার হাজার প্রতিবাদকারী বিক্ষোভ করে। তিনি বলেন নির্বাচন হওয়া পর্যন্ত নতুন সরকারের সীমিত ম্যানডেট থাকবে দেশের কর্মকান্ড পরিচালনা করার। নির্বাচন যত শীঘ্রই সম্ভব অনুষ্ঠিত হবে।

কিন্তু এন্নাদা দলে যিনি কম্যান্ডে দ্বিতীয় স্থানে আছেন আব্দেলহামিদ জেলাসি, তিনি বৃহস্পতিবার বলেন ওই দল প্রস্তাব গ্রহণ করবে না। দলে যে বিভাজন আছে প্রকাশ্যে তার অস্বীকৃতি সেটাই তুলে ধরে।

বুধবার চোকরি বেলায়েদ আততায়ীর হাতে নিহত হওয়ার পর সারা দেশে বিক্ষিপ্ত প্রতিবাদ বিক্ষোভ হয়।
XS
SM
MD
LG