অ্যাকসেসিবিলিটি লিংক

তিউনেশিয়ার সমুদ্র সৈকতে আক্রমণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বারো জন গ্রেপ্তার


গত সপ্তায় তিউনেশিয়ার সমুদ্র সৈকতে আক্রমণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ১২ জনকে আটক করেছে বলে আজ একজন কর্মকর্তা জানিয়েছেন। ঐ হামলায় ২৮ জন নিহত হন।

শুক্রবার সুজ শহরে ঐ ব্যাপক গুলি চালনার ঘটনার পর সাইফ রেজগুই নামের বন্দুকধারীটিকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে। কর্মকর্তারা বলেছেন সে একাই গুলি চালিয়েছিল তবে তাঁরা সেই সব লোককে খুঁজছেন যারা হয়ত আক্রমণের সময়ে তাকে সহায়তা করেছিল।

কথিত ইসলামিক স্টেট গোষ্ঠি এর দায় স্বীকার করেছে। তারা মার্চ মাসে তিউনিসের বার্দো জাদুঘরে , দু জন বন্দুকধারী যে ২১ জনকে হত্যা করেছিল তার ও দায় স্বীকার করে।

কর্মকর্তারা বলছেন যে রেজগুই এবং বার্দোর বন্দুকধারীরা একই সময়ে লিবিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করে। এই দুটি আক্রমণের ঘটনায় নিহতদের বেশির ভাগই ছিল বিদেশি পর্যটক। শুক্রবারের আক্রমণে নিহতদের বেশির ভাগই ছিল ব্রিটিশ নাগরিক । তা ছাড়া জার্মানি , ফ্রান্স , আয়ারল্যান্ড বেলজিয়াম ও পর্তুগালের নাগরিকরাাও এই আক্রমণের শিকার হয়।

XS
SM
MD
LG