অ্যাকসেসিবিলিটি লিংক

তিউনিসিয়ার মধ্যপন্থী ইসলামী পার্টি জোট সরকার গঠন করছে


তিউনিসিয়ার মধ্যপন্থী ইসলামী পার্টি জোট সরকার গঠন করছে
তিউনিসিয়ার মধ্যপন্থী ইসলামী পার্টি জোট সরকার গঠন করছে

তিউনিসিয়ার মধ্যপন্থী ইসলাম অনুসারী পার্টি জোট সরকার গঠনের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে । এর আগে তাঁরা জানান – জয় দাবী করবার মতো যথেষ্ঠ ভোট তাঁরা লাভ করেছেন রবিবারের নির্বাচনে। সরকারী ফলাফল ঘোষণার আগে সাময়িকভাবে যে ফল শোনা যাচ্ছে তাতে এন্নাহধা পার্টী ৪০ শতাংশ ভোট পেয়েছে বলে বলা হচ্ছে । দলটির সংগৃহিত ভোট ৫০ শতাংশেও পৌঁছুতে পারে বলে আঁচ অনুমানে বলা হচ্ছে । এন্নাহধা বলছে – তুরস্কের আদলে ধর্মনিরপেক্ষ বহুপাক্ষিক গণতন্ত্রের অনুসারী নতুন সরকার গঠনে তৈরি রয়েছেন তাঁরা । ২১৭ আসনের আইন পরিষদ নির্ধারণে ভোট দিয়েছেন তিউনিসিয়ার মানুষ । নির্বাচকমন্ডলীর এ পরিষদই নতুন সংবিধান প্রণয়ন করবে – সরকার ব্যবস্থা নির্ধারণ করবেন এবং নাগরিক অধিকারসমূহ নির্ণয় করবেন ।

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো টোলেডোসহ হাজার হাজার আন্তর্জাতিক পর্যবেক্ষক এ নির্বাচন দেখতে উপস্থিত ছিলেন সেখানে । আলেহান্দ্রো টলেডো এ নির্বাচনকে অনুকরণীয় দৃষ্টান্ত বলে অভিহিত করেন ।

XS
SM
MD
LG