তুরস্কের কর্মকর্তারা জানান উত্তর ইরাকে যেখানে তুরস্কের সেনারা ইরাকী সেনাদরেক ইসলামিক ষ্টেট জঙ্গীদের বিরুদ্ধে লড়তে প্রশিক্ষন দেয় সেখানে এক মর্টার হামলায় ৪জন তুরস্কের সেনা সদস্য আহত হয়েছেন।
পশ্চিমা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইরাকের মসুলে ইসলামিক ষ্টেট ঐ হামলা ঘটিয়েছে।