অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের কর্তৃপক্ষ ৬২৬টি বেসরকারী স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিয়েছে


তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ ৬২৬টি বেসরকারী স্কুল এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিয়েছে। গত সপ্তাহের অভ্যুত্থান প্রচেষ্টার পর এটাই ছিল সবশেষ পদক্ষেপ।

নির্বাসিত ধর্মীয় নেতা ফাতুল্লাহ গুলেন তার শিক্ষা প্রচারের জন্য, তুরস্ক জুড়ে যে স্কুল নেটওয়ার্ক গড়ে তুলেছেন, ঐ স্কুলগুলো তার সঙ্গে সংযুক্ত।

এর আগে তুরস্কের উচ্চ শিক্ষা পরিষদ, শিক্ষাবিদদের বিদেশে সফরের উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করে। যারা বিদেশে আছেন তাদের দ্রুত দেশে ফিরে যাওয়ার জন্য তারা আহ্বান জানান।

তুর্কী বার্তা মাধ্যমে বলা হয়েছে যে, শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে ১৫ হাজার দুশো শিক্ষককে এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ৯ হাজার কর্মীকে বরখাস্ত করেছে।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরডোয়ান তাঁর জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বুধবার সকালে বৈঠকে করেছেন।

নিরাপত্তা বৈঠক শেষ হওয়ার পর তিনি তাঁর মন্ত্রী পরিষদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

XS
SM
MD
LG