তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এরদোয়ান, যিনি আগাগোড়াই চরম কুর্দি বিদ্বেষী, এখন রবিবার ইস্তানবুলের মেয়র নির্বাচনে কুর্দি এক কারারুদ্ধ বিদ্রোহী নেতার সমর্থন লাভে ঝুঁকে পড়েছেন I তবে কারারুদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি'র নেতা,Abdullah Ocalan নিজের হাতে লেখা চিঠিতে কুর্দিদের নিরপেক্ষ থাকবার আবেদন জানিয়েছেন I
সর্ব-সাম্প্রতিক জরিপে দেখা যায় এরদোয়ানের অত্যন্ত প্রীতিভাজন প্রার্থী, Binali Yildrim রবিবারের নির্বাচনে আবারো পরাজয়ের মুখে I